Saturday, April 6, 2019

প্রশ্নোত্তর


রথ টানবি?
আজ রাস্তায় ?
রাস্তা কোথায় ? সব  তো  জল ,
কাদায়  মেখে লুটোপুটি ,
আজ  শিশুদের মাঠ নেই  বলে চেচাস তোরা ,

দেখ চেয়ে দেখ মাঠ  জেগেছে ,
পথের উপর ,
রথ  টানবি ?
কে বলেছে পথ  লাগবে ,

ওই শিশুটার প্রসাদ বাটি,
উল্টে গেলে কাদবি  তোরা??
মিথ্যে কথা ,
কেউ  কাদেনি ,

ওই  ছেলেটার রথ  ভেঙ্গেছে ,
আসছে বছর সেই  ছেলেটা টায়ার চালায় ,
রথ  নেই  তোর্??
রথ  ভেঙ্গেছে পথের  উপর ,

সেই  ছেলেটা আর  কাদেনি ,
এখন ওরা টায়ার পোড়ায়,
এখন ওরা মানুষ খোজে ভাঙবে বলে
এখন ওদের পুলিশ ধরে ,
এখন ওরা সমাজ টাকে নষ্ট করে ,
এই  অজুহাত ??

কিন্তু  ওদের পথটা যারা বিকিয়ে দিল ?
শাস্তি কোথায়?
শাস্তি তারাই  তৈরী করে ।।।

স্বয়ম্বর

আজ  নাকি  তোর  স্বয়ম্বর  ?
আজ নাকি  তুই  রূপ সাজাবি  নাকছাবি তে ?
আমি  তখন -
অনেক  দুরে
হয়ত  সেই কৃষ্ণচূড়া গাছের কাছে ,

ভাবছি বসে রাগ  দেখাবো  কার উপরে ,
উপরে তবে ফেলতেই  হয় পাঁজর টাকে ,
শিকল কেটে ছিড়তেই হয়  বাধন গুলো -
আজ  বুঝেছি !!

আজকে নাহয়
হলুদ রঙা কাপড় খানি জড়িয়ে গায়ে ,
আসবিই তুই
চিলেকোঠায় -ব্যালকনি তে,

স্বপ্ন  দেখা ঘোর  অপরাধ  তাদের কাছে ,
স্বপ্নে যারা এক সময়ের দুঃখ  খোজে ,

ঠিক  বলত -
আজকে যদি শহর জুড়ে আলোর মালায়  রাত  সাজাতাম ,
স্বয়ম্বরের  আড়ম্বরে ঝুল টাঙ্গাতাম ,
থাকত  কি  আর স্বপ্ন জুড়ে  ধুসর ছবি ?

মেঘ কালো রং  ঠিক  ই আমার বই গোছাত ,
মেঘ  কালো  রং  ঠিক ই  আমার ঠোট  ভেজাত !!

আজ  নাকি  তোর  স্বয়ম্বর ,
আজকে তোর সব অপরাধ মুছতে হবে ,
একফোটা ঋণ চাইনা  আমি  রাখতে কাছে ,
ফিরিয়ে দিয়ে স্বপ্ন  দেখা -
শিকল কেটে বাধন আমায়  খুলতে হবে !!

স্বযম্বরে  রাজকন্যা  অহংকারে ,
তাকায়  না সে, ঠিক ভুল  না বিচার করে ,
আজ  যেন  সেই  হরিন চক্ষু কথা শোনে ,
মানিয়ে রাখিস ,
চোখের জল  নাকছাবিতে না যেন  পরে !!!

যে হাতের আলতো পরশ কৃষ্ণচুড়ায় -
নাম লিখেছে ,
হাতছানি দেয় , মেঘবালিকার সঙ্গ  খোজে ,

বৃষ্টি আসবে?
ভিজব কেন?
বৃষ্টি  তোর  দরকার নেই,
কি লুকোবো?
আত্মগ্লানি ? অহংকারে -অপমানে?

সন্ধ্যা নেমে আলোর  মুকুট পরিয়ে তোকে ,
সাক্ষ্য দিল  মূল্যহীন অমুল্যতার ,
আজ কে সব গল্প ভাঙ্গলো এমনি করে ,
তোর -আমার-আমাদের আর কৃষ্ণচুড়ার!!!!!!

বসন্তের বিবর্তন

১৫ বছর বয়সে গলা ভাঙ্গে ,
তার  সাথে ভাঙ্গে মন ,
প্রতি  রাতে দুস্বপ্নেরা হানা দেয় , উঁকি দেয় , হাত  বাড়ায়
প্রতিরাতে ঘুম ভাঙ্গে অসহ্য কান্নায় ,
জল তেষ্টা ঘুরে ফিরে আসে ,
অন্ধকার ঘরে..

আর ১৫ বসন্তের পর ভেঙ্গে যায়  সম্পর্ক গুলো
ভেঙ্গে যায় সমস্ত  প্রতিশ্রুতি ,
নিজেকে দেখানো  স্বপ্নের দল হামাগুড়ি  দেয় পঙ্গু হয়ে ,
বেঁচে  থাকার  সংজ্ঞা বদলে -
টিকে থাকতে হয়,
জল গরম লাভায় পরিবর্তিত হয় ....

সময় বদলে যায় ,
আস্তে আস্তে  আবার প্রথম বসন্ত  ফিরে আসে ,
আর  ভাঙ্গে  না কিছু ,
শুধু স্বপ্নগুলো ,
পোড়া  ধুপকাঠির গন্ধ আর  আগুনের চুম্বনে পূর্ণতা পায়।

বেঁচে থাকো মুহূর্ত

কনে দেখা মেঘে হটাত ফিরে পাওয়া দিন।
মগ্ন মৌনতা মৌতাত জমায়,
নিঃসঙ্গতা ঘিরে থাকে আমাদের -
কনক্রিট ভিড়ে।

হোক অপচয় ,
সময়  বদলে যাক ।
খুঁজে পাওয়া নিরব শব্দে নাহয় যৌবন  আসুক  নেমে -
অশালীন বক্রক্তিতে ।

দীর্ঘশ্বাসে  দিনলিপি  সেজে ওঠে ,
কালির রক্তে স্বপ্ন  তৈরী হয় ,
ভেঙ্গে যায় চেতনার ব্যস্ত  সংস্পর্শে ।

লিখে কি  হবে কাগজের শবদেহে পচাগলা স্মৃতির নির্যাস ,
বেঁচে থাকো মুহূর্ত -
একদিন না হয় আবার  বৃষ্টি চাইব ,
একদিন না হয় হাসতে হাসতে জাগব  ঘুম  থেকে -
নতুন সকালে ।

Monday, February 28, 2011



Megh- Toke chini

Megh aj urie die badha
Bhalobasar-
Bolchis ami kadbo?
Ami kadbo abar...

Megh tui bristi hote parish?
Akakitte Sunnota k pai-
Megh tui chole geli?
Hotat Jodi fota chai.....

K boleche aste abar toke?
nil akase gorbe bhese thak...
Janish megh ajke jokhon hasi....
Hasi sune nijei hotobak.....!!

Toke keno bolchi esob kotha?
Janina........ janina kichui...
Sudhu jani kadar somoy hole..
Bristi fota thik jhorabi tui........!!!!!!!

Friday, February 25, 2011


Mon Kharap hole........

Mon kharap hole,
Kuasha name grisseo....

Tistar jole byakul niswas.....!!

Mon kharap hole,
Alor cheye andhokar bolo.....
Jug Ar opekkhar Sohobas...!!

Mon kharap hole,

Rater swapne jomat badhe kalo...

Bhor surjero age ase........!!

Mon kharap hole,

hater muthoy agun...

Asroy chay mon mithye assase....!!!

Amar mon kharaper swadhinata,

Ghrina naki bhalobasa........

Uttor khujte dey na bhogno prottoy....!!


Mon kharap hole,

Morte ichcha kore.....

Tobu amader......bachte hoy....!!!

Friday, January 21, 2011

About Love

Love.......is a word
no I think its a term
and I have no right to define it.........coz till now I can't get that .

But I have a question......what is love.......
someone says its a wonderful relation.....

then what relation is?

Is It taste of Ice cream in hot summer day?
Is it a wet jeans in rainy late morning?
Is it just some fling kites in autumn or just a cup of tea in winter?
or just a hope ......just a fantasy for a teenage , a dream in night keeps him happy all days.......

a shy eyes hiding from friends.............what is that........I don't know ........


It's hurt me.......I cried .......I waited ......till now also.........

love: I don't hate you..........you know why??

Hate is one type of love , a thought about the thing.....and you do not deserve it........that love...!!!!!